Image description

ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেত্রী রিনা খান, যিনি সাত শতাধিক ছবিতে দর্শকদের মন জয় করেছেন, ব্যক্তিগত জীবনে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। এ কারণে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাকে নানাভাবে হয়রানির শিকার হতে হয়েছে বলে জানিয়েছেন। এমনকি তার ছেলের বিরুদ্ধেও মামলা করেছে আওয়ামী লীগের লোকজন।

সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিনা খান স্মরণ করেছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে তার ব্যক্তিগত স্মৃতি। তিনি জানান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে একটি সাইকেল উপহার দিয়েছিলেন এবং সেই স্মৃতি এখনো তার হৃদয়ে ঝলমলে। রিনা খানের এই স্মৃতিচারণ তার রাজনৈতিক সংশ্লিষ্টতা এবং ব্যক্তিগত জীবনের সংগ্রামের এক নতুন দিক তুলে ধরল।

রিনা খান বলেন, আমি তখন স্কুলে পড়ি। মিরপুর শাহ আলিতে আমাদের বাড়ি। সবরকম খেলাধুলাতে অংশ নিই। বিশেষ করে আমি সাইক্লিস্ট ছিলাম। ১৯৭৮ সালের কথা। বাংলাদেশ অলিম্পিকের আয়োজন সাইক্লিং প্রতিযোগিতায় প্রথম হই। তখন আমাদের বঙ্গভবনে ডাকা হয়। সেখানে গেলাম। দেখা হলো, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে।

পরের ঘটনা বর্ণনা করে রিনা খান বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাকে বললেন, খুকি তুমি কী চাও? আমি সাইক্লিং করি, কিন্তু আমার ভালো একটা সাইকেল নেই। আমি বললাম, আমি একটা সাইকেল চাই। তিনি বললেন, ‘ঠিক আছে তোমাকে ভালো সাইকেল দেব।’ এরপর জাপান থেকে ৬টা সাইকেল আনা হয়। সেখান থেকে আমাকে একটা সাইকেল উপহার দেন।

১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সোহাগ মিলন’ সিনেমার মাধ্যমে রিনা খানের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তিনি মূলত খলচরিত্রে অভিনয় করেন। খল চরিত্র ছাড়াও বিভিন্ন চরিত্রেও দেখা গিয়েছে তাকে। বর্তমানে ছোট পর্দায় কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।