Image description

পেহেলগামের হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চূড়ান্ত রূপ নিয়েছে। এ ঘটনার পর দুই দেশের মধ্যে চুক্তি বাতিল, নিষেধাজ্ঞা দেয়ার ঘটনাও ঘটেছে।

এবার ভারতের সমস্ত ওটিটি প্ল্যাটফর্ম থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত গান, চলচ্চিত্র, ওয়েব সিরিজ তুলে নেয়ার নির্দেশ দিয়েছে ভারত সরকার বৃহস্পতিবার ওটিটি নিয়ে নতুন নির্দেশনা জানানো হয়েছে।

ভারতে কোনও ওটিটি (OTT) প্ল্যাটফর্ম বা মিডিয়া স্ট্রিমিং সংস্থা পাকিস্তানের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও ধরনের ওয়েব সিরিজ, সিনেমা, গান, পডকাস্ট দেখাতে পারবে না।

জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।