Image description

ইফতেখার চৌধুরী পরিচালিত সুপারহিট হিট সিনেমা ‘দেহরক্ষী’ দিয়ে ২০১৩ সালে ঢাকাই চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অভিনেতা শিমুল খান। এরপর টানা বেশ কিছু সিনেমায় অভিনয় করে পরিচিত পান। বিশেষত খল-অভিনেতা হিসেবে অবস্থান তৈরী করেন তিনি। এই অভিনেতই এবারের একুশে মেলায় তার দ্বিতীয় বই প্রকাশ করলেন।

শিমুল খান কেবল একজন অভিনেতাই নন। পাশাপাশি তিনি একজন লেখকও। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশ করেছেন দ্বিতীয় বই ‘চল্লিশ হাওয়া Forty Winds’। সেই বইটি উৎসর্গ করেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলীকে।

মঙ্গলবার  রাজধানীর পরীবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে মোড়ক উন্মোচন করা হয় বইটির। আর বইয়ের মোড়ক উন্মোচন করেন অভিনেত্রী বুবলী নিজেই। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, বইটির মোড়ক উন্মোচনের আগ পর্যন্ত তিনি জানতেনই না যে, তাকে উৎসর্গ করা হয়েছে বইটি।

বইটি খোলার পর হতচকিত হয়ে সাংবাদিকদের সামনে নিজের সরল মুগ্ধতা প্রকাশ করেন চিত্রনায়িকা বুবলী। নিজের সহকর্মী বুবলীকে বই উৎসর্গ করা প্রসঙ্গে অভিনেতা শিমুল খান বলেন, আদর্শ সহকর্মী এবং মানুষ  হিসেবে বুবলী অতুলনীয়। তার প্রতিটি পদক্ষেপ এবং আচার ব্যবহারে চলচ্চিত্র শিল্পের প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক, প্রযোজকসহ সবাই বরাবরই মুগ্ধ। তাই তার এই সুন্দর পথচলাকে আরও অনুপ্রাণিত করার জন্যই আমি আমার এই দ্বিতীয় বইটি শবনম বুবলীকে উৎসর্গ করে তাকে সারপ্রাইজ দিলাম।

ঢাকাই বাংলা চলচ্চিত্রের পোস্টার ডিজাইনার সাজ্জাদুল ইসলাম সায়েমের ডিজাইন করা শৈল্পিক প্রচ্ছদে সাজানো বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় একই পুস্তকে প্রকাশিত মৌলিক উক্তিমূলক বই ‘চল্লিশ হাওয়া - Forty Winds’ এর দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। বইটি বইমেলার ৪২৬-৪২৭ নম্বর স্টলে অবস্থিত সপ্তর্ষি প্রকাশনী থেকে প্রকাশক শিবু কুমার ওঝা কতৃক প্রকাশ করা হয়েছে।

মানবকণ্ঠ/আরআই