আর কয়েক দিন বাদেই শুরু হতে যাচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসবের ৩০তম আসর। প্রতি বছরই ওপার বাংলার এই জনপ্রিয় চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন সিনেপ্রেমীরা। এবারও যে শহরে উন্মাদনা তুঙ্গে তা বলাই বাহুল্য।
প্রতিবছর নিয়ম করে ফিল্ম ফেস্টিভ্যালের নানান বিভাগে বাংলাদেশের ছবির জনপ্রিয়তা নজরে পড়ে। বাংলাদেশের পরিচালক, অভিনেতা-অভিনেত্রীদের আনাগোনাও দেখা যেত নন্দন চত্বরে। উন্মাদনা দেখা গেছে জয়া আহসান, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিমদের মতো শিল্পীদের নিয়ে। কিন্তু এবার যে চিত্রটা অন্যরকম তা বেশ স্পষ্ট। অন্যান্যবার অতিথি দেশ হিসেবে বাংলাদেশ থাকলেও এবার আর থাকছে না বলেই খবর। অতিথি দেশ হিসেবে থাকছে ফ্রান্স। এবারের আসরে বাংলাদেশের সিনেমা ঠাই না পাওয়া নিয়ে কথা বলতে চাননি কেউ।
প্রসঙ্গত, আগামী ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল। ইতিমধ্যেই সেজে উঠেছে নন্দন চত্বর। সেজে উঠেছে শহরের নানা কোণাও। এবার এই সিনে উৎসবের একটাই মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’। অন্যবারের তুলনায় আরও জাঁকজমক দেখবে তিলোত্তমা। ছবির প্রদর্শনেও তাই অভিনবত্ব রাখা হচ্ছে। এবারের উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গত বছর থিম সং শোনা গিয়েছিল অরিজিৎ সিংয়ের কণ্ঠে।
জাঁকজমক আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য প্রেক্ষাগৃহে। উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হবে কিংবদন্তি পরিচালক তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’।
Comments