Image description

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান। অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিজীবন নিয়েও রয়েছে নানান সমালোচনা। এবার অভিনেতার তৃতীয় বিয়ের জল্পনায় মেতেছে বলিপাড়া।

আমির নাকি তৃতীয় বিয়ের কথা ভাবছেন। যদিও রিয়া চক্রবর্তীর পডকাস্টে হাজির হয়ে বিয়ে প্রসঙ্গে অভিনেতা জানান, বয়সের কারণে পুনরায় বিয়ে করা আর তার পক্ষে সম্ভব নয়।

আমির বলেন, আমার বয়স এখন ৫৯। আর কবে বিয়ে করব। এই বয়সে মনে হয় সেটা বেশ মুশকিলের। তা ছাড়া পরিবারে এখন প্রচুর সদস্য। সাবেক স্ত্রীদের সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে। সন্তানদের সঙ্গেও খুব ভালো সময় কাটাই আজকাল। আসলে আমার পছন্দের মানুষের সঙ্গে থাকতে বেশি ভালো লাগে। এখন আমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করছি।

১৯৮৬ সালের ১৮ এপ্রিল পরিবারের বিপক্ষে গিয়ে বাড়ি থেকে পালিয়ে প্রথমে রীনা দত্তকে বিয়ে করেন। কিন্তু দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। ২০০২ সালে বিচ্ছেদ হয় রীনা-আমিরের।

৫০ কোটি টাকার বিনিময়ে বিবাহবিচ্ছেদে রাজি হন দুজন। সে সময় বলিউডের অন্যতম দামি ডিভোর্স ছিল এটিই। রীনা-আমিরের বিচ্ছেদ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা কখনও সামনে আসেনি। বরং আজও এক অপরকে সম্মান দিয়েই কথা বলেন তারা।

পরবর্তীতে ২০০৫ সালের ২৮ ডিসেম্বর নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। কিন্তু অভিনেতার সেই সংসারও ভেঙে যায়। ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০২১ সালে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন আমির-কিরণ।

মানবকণ্ঠ/আরআই