
ভারতের রাজস্থানের কোটাতে মঞ্চে গান করছিলেন সংগীতশিল্পী সোনু নিগম। অনুষ্ঠান একেবারে হাউজফুল। একের পর এক গানে দর্শকদের মুগ্ধ করছিলেন বলিউডের এই জনপ্রিয় গায়ক। কিন্তু হঠাৎই ঘটে গেল এক অদ্ভুত কাণ্ড।
সোনু যখন গান গাইতে ব্যস্ত ঠিক তখনই এক মদ্যপ এসে হাজির মঞ্চে! ধরতে চাইলেন সোনু নিগমের পা! আর তা বুঝতেই তখনই গাইতে গাইতেই দৌড়ছুট দিলেন সোনু নিগম। এরই মধ্যে নিরাপত্তারক্ষীরা সেই মদ্যপকে সরানোর চেষ্টা করছেন। এক পর্যায়ে গায়েও হাত তোলা হয় সেই মদ্যপকে।
এমন মুহূর্তে গান থামেননি সোনু। বাধা এড়িয়ে গেয়েই চলেছিলেন। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিও।
Comments