পাচার হয়ে যাওয়া এক মেয়ে পরিস্থিতির চাপে দীর্ঘদিন যৌনকর্মী হিসেবে কাজ করে। তারপর যোগ দেন রাজনীতিতে। সেই মেয়েটির জীবনের নানা ওঠাপড়ার গল্প ধরা দেবে ‘আড্ডাটাইমস’-এর আসন্ন ওয়েব সিরিজ ‘জুলি’তে। পরিচালনায় অরিত্র সেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, ‘জুলি’ ওয়েব সিরিজে চরিত্রদের ঝলক এসেছে। সেখানে নামভূমিকায় এক রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন পাওলি দাম। ইতোমধ্যে সিরিজটির শ্যুটিং শেষ হয়েছে।
‘জুলি’তে অভিনেত্রীর দু’টি লুক প্রকাশ্যে এসেছে। সমাজের প্রান্তিক শ্রেণি থেকে চরিত্রটি এক সময়ে ক্ষমতার শীর্ষে পৌঁছে যায়। কিন্তু উচ্চাকাঙ্ক্ষার পথে হাঁটতে গিয়ে জুলিকে কি স্বার্থত্যাগ করতে হবে? না কি সময়ের সঙ্গে ক্ষমতার বৃত্তে ষড়যন্ত্রকে ফাঁস করতে সফল হবে জুলি? এ রকমই কিছু প্রশ্নকে সামনে রেখে সিরিজের গল্প নেওয়া হবে।
পাওলি ছাড়াও এই সিরিজে রয়েছে টালিউডের একাধিক পরিচিত মুখ। একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন কৌশিক সেন। অন্য দিকে সিবিআই কর্মকর্তার চরিত্রে রয়েছেন গৌরব চ্যাটার্জি। এ ছাড়াও, গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুজয় প্রসাদ চ্যাটার্জি, শ্রুতি দাস।
এই মুহূর্তে সিরিজটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। আগামী মাসে সিরিজটি ‘আড্ডাটাইমস’-এ মুক্তি পাবে বলে খবর।
Comments