Image description

নতুন সিনেমা নিয়ে প্রস্তুত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। সিনেমাটির নাম ‘তেজস’। সোমবার গান্ধী জয়ন্তীতে প্রকাশ হয়েছে ছবির টিজার। এর আগের প্রতিটি সিনেমায় কঙ্গনার অভিনয় প্রশংসিত হয়েছে। ‘তেজস’ ছবির ১ মিনিট ২৫ সেকেন্ডের টিজার প্রকাশের পরও সেই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

টিজার প্রকাশের পর ঘোষণা করা হল ভারতের এয়ারফোর্স ডে অর্থাৎ আগামী ৮ অক্টোবর প্রকাশ হবে সিনেমাটির ট্রেলার। নতুন এই সিনেমায় বিমানবাহিনীর একজন পাইলট তেজস গিলের ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা।

দেশপ্রেমে ভরপুর এই ছবি বক্স অফিসে ঝড় তুলবে বলে আশা করছেন অনুরাগীরা। টিজারে দেশের জন্য লড়াই করতে দেখা যাচ্ছে কঙ্গনাকে। এই ছবি যে অ্যাকশনে ভরপুর হতে চলেছে তা বলাই বাহুল্য। টিজারের শেষে ব্যবহৃত একটি সংলাপ নিয়ে চলছে নানান আলোচনা। তা হলো ‘ভারত কো ছেড়োগে তো ছোড়েঙ্গে নেহি’ অর্থাৎ ভারতকে উত্যক্ত করলে ছাড় পাওয়া যাবে না। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর।

গত সোমবার টিজার পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমাদের দেশের ভালোবাসার জন্য উড়াল দিতে প্রস্তুত! ভারতকে উত্যক্ত করলে ছাড় পাওয়া যাবে না।’ জানা গেছে, ছবিটি নির্মিত হয়েছে ভারতের একজন পাইলটের অসাধারণ যাত্রাকে কেন্দ্র করে। এই ছবির লক্ষ্য প্রত্যেক ভারতীয়কে অনুপ্রাণিত করা। ছবিতে দেখানো হয়েছে কীভাবে ভারতের বিমানবাহিনীর পাইলটরা দেশকে রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে এবং অসংখ্য চ্যালেঞ্জের মোকাবিলা করেন। 

মানবকণ্ঠ/এআই