Image description

সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) মারামারির ঘটনায় সাময়িকভাবে বন্ধ রয়েছে। ওই দিনের ঘটনা নিয়ে মুখ খুললেন অভিনেতা মনোজ প্রামাণিক। অপরাধীদের শাস্তি দাবি করে তিনি জানান, হামলাকারীদের মধ্যে দুয়েকজন তাঁর পরিচিত, যাঁরা তাঁর সহকর্মী।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও বিভিন্ন ভিডিওচিত্রে জানা গেছে, সেদিন মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস বনাম দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তখন ক্রিজে ছিলেন মনোজ প্রামাণিক। বাগবিতণ্ডার শুরু হয়েছিল তাঁর সঙ্গেই। রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি বললেন, ‘অপ্রীতিকর ঘটনার সময়ে আমার টিমমেটরা আগেই আমাকে টার্গেট করার বিষয়টা আঁচ করতে পারে এবং ঘটনাস্থল থেকে আমাকে সরিয়ে নিয়ে যায়। কিন্তু কেন আমাকে নিয়ে প্রতিপক্ষের দুয়েকজনের এমন উচ্চবাচ্য তা এখনও আমার বোধগম্য নয়। কখনও তাদের সাথে দেখা হলে কথা বলে জেনে নিব। মূলত খেলার উত্তেজনা থেকেই প্রতিপক্ষ দলের জার্সি পরা কয়েকজন আমাদের দলের ওপর আঘাত করে। যা খুবই অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক।’

ওই ঘটনার পর থেকে মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত বলে জানিয়েছেন মনোজ প্রামাণিক। হামলাকারী দুয়েকজন তাঁর পরিচিত সহকর্মী—এমনটা উল্লেখ করে এই তারকা বললেন, ‘যারা হামলার এই কাজটি করেছে তাদের দুয়েকজন বাদে আমি কাউকেই চিনি না। মাঠে যারা খেলেছে বা টিমের সাথে ছিল তাদেরকে এই হামলায় দেখা যায়নি। তবে দুয়েকজনকে আমি চিনি, কিন্তু তাদের নাম বলব না। কারণ তারা আমার সহকর্মী, কাছেরই মানুষ। বিচ্ছিন্ন এই ঘটনা আমাদের সম্পর্ককে নষ্ট করতে পারে না। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব আরেকটু সহনশীল হতে ও অন্যদের প্রতি সহমর্মী হতে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সংবাদ সম্মেলনে আমাদের প্রতিপক্ষ টিমের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে দুঃখপ্রকাশ করা হয়। আমরা আলিঙ্গনের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই।’

সিসিএল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন মনোজ প্রামাণিক। বললেন, ‘আমাদের টিমের ওপর যারা আঘাত করেছিল তারা হয়ত উত্তেজনার বশে কাজটি করেছে। তাদের চিহ্নিত করে শাস্তির জোর দাবি জানাই।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) শুরু হয় শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। পরদিন গ্রুপ পর্বের দ্বিতীয় খেলা চলাকালে মারামারির ঘটনা ঘটে। এতে লিগটি আপাতত স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি। সংবাদ সম্মেলনে তাঁরা জানিয়েছে, মারামারির ঘটনায় বহিরাগতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পাশাপাশি জানানো হয়, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। তবে কোন থানায় কাদের নামে মামলা হয়েছে, সেটা স্পষ্ট করেনি আয়োজক কমিটি।

মানবকণ্ঠ/এসএ