Image description

গাজীপুর মহানগরীর বাসন মোগরখাল এলাকায় পোশাক শ্রমিক স্ত্রীকে গলা কেটে হত্যা করে লেপ, কম্বল ও কাঁথা দিয়ে পেঁচিয়ে পালিয়েছে স্বামী। মঙ্গলবার রাত দেড়টার দিকে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। 

নিহত রতনা আক্তার (২২) সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেলতলা এলাকার মো. মোতালেব মিয়ার মেয়ে। সে স্থানীয় বিডি ফ্যাশন কারখানায় চাকরি করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী শামিম হোসেন ও স্ত্রী রতনা আক্তার মোগরখাল এলাকায় ভাড়া থেকে স্থানীয় কারখানায় চাকুরি করতেন। মাঝে মধ্যেই তাদের দুজনের পারিবারিক বিষয়ে ঝগড়া হতো। গত ৪-৫ দিন যাবত প্রতিবেশিরা তাদের ভাড়া ঘরের বাহিরে তালা ঝুলতে দেখে ধারনা করেছিল কোথায় বেড়াতে গিয়েছে। মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী ভাড়াটেরা শামিম-রতনা দম্পতির ভাড়া ঘর থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ রাত দেড়টার দিকে ঘরের তালা ভেঙ্গে রতনার গলা কেটে লেপ, কম্বল ও কাঁথা দিয়ে পেঁচিয়ে রাখা অবস্থায় দেখতে পায়।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার এসআই আবু সাঈদ বলেন, গলাকাটা ও অর্ধগলিত ওই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে ৫-৬ দিন আগে হত্যা করে তার স্বামী শামিম হোসেন পালিয়ে গেছে। এই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।