
কুমিল্লায় বিভিন্ন অস্ত্র ও মাদকসহ নয় কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করেছে যৌথবাহিনী। শনিবার (২৬ এপ্রিল) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশিবিদেশি অস্ত্র ও মাদক জব্দ করা হয়। রোববার(২৭ এপ্রিল) সকালে কুমিল্লা র্যাব-১১ এর অধিনায়ক লে.কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
আটকেরা হলেন—মো. রুবেল (৩৫) হুমায়ুন কবির (৪৫), মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭), মো. শাহাদাত হোসেন (২৮), মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মোজাহিদ (২১) ও মো. রফিউল আলম শাফি (২০)।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং আবারও মাথাচড়া দিয়ে উঠেছে। কিশোর গ্যাং প্রতিরোধে গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাতে সেনাবাহিনী ও র্যাবের যৌথ অভিযানটি আজ রোববার ভোর পর্যন্ত চলে।
অভিযানে সদর দক্ষিণ উপজেলার অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে (৩৫) প্রথমে আটক করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহ করতেন।
অপরদিকে কুমিল্লা শহরের রেসকোর্স পলাশী গলি এলাকায় পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়। অভিযানকালে টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন এবং অন্যান্য বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়। যার মধ্যে ছিল—ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণালংকার, ছুরি, কুড়াল, ল্যাপটপ ও নগদ অর্থ।
আটকদের তথ্যের ভিত্তিতে পরে আরও অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকেও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানের সময় হুমায়ূন কবির (৪৫) নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বলেন, আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁদের অস্ত্র ও মাদকসহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
Comments