Image description

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও দু’হাতে ২ পিস্তল নিয়ে গুলি চালানো সেই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম জহিরুল ইসলাম রুবেল। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে কুমিল্লার দাউদকান্দি থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

গত ৫ আগস্ট রাজশাহী মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি চালান জহিরুল ইসলাম রুবেল। র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।