Image description

অভ্যান্তরীন সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ আবদুর রহমান খাঁন আমদানি রফতানি বাণিজ্য সহজিকরণ ও দ্রুত পণ্য খালাসের জন্য কাস্টমস কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সার্ভার সমস্যার সমাধানের পদক্ষেপ নেওয়া হবে। এসআইকুডা ওর্য়াল্ড সিস্টেম পরিবর্তন করে ব্যাবসা বাণিজ্য সহজীকরণ করা হবে। দ্রুত পন্য খালাসের জন্য কাস্টমস কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেবার মান আরো বৃদ্ধি করা প্রয়োজন।

আজ মঙ্গলবার বিকালে বেনাপোল কাস্টমস হাউস, বেনাপোল বন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনাল ও বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন। বেনাপোল কাস্টমস হাউসে পৌছালে বেনাপোল কাস্টমস হাউসের নবাগত কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেন ও বিদায়ী কমিশনার মোঃ কামরুজ্জামান তাকে  অভ্যার্থনা জানান। 

জাতীয় রাজস্ব বোর্ডের  চেয়ারম্যান মোঃ আব্দুর রহমান খাঁনের সফর সঙ্গী হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস) মবিনুল কবির ও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (এডমিন) মোয়াজ্জেম হোসেন।

পরিদর্শন শেষে তিনি কাস্টমস হাউসের কনফারেন্স  হল রুমে কাস্টমস, বন্দর ও বন্দর ব্যবহারকারি বিভিন্ন সংগঠনের  কর্মকর্তাদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। 

পরে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন।
এসময় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন, বেনাপো কাস্টমস  হাউসের অতিরিক্ত  কমিশনার শরিফুল হাসান, যুগ্ন কমিশনার সুশান্ত পাল,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কাজী নাজিব হাসান,বেনাপোল বন্দরের পরিচালক মোঃ শামিম হোসেন, বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান প্রমুখ।