Image description

নাটোরে একটি কলাগাছ কাটাকে কেন্দ্র করে চাচিকে কুপিয়ে হত্যা করেছেন মেহেদী হাসান (২৬) নামের এক যুবক। এ সময় চাচাতো ভাইকেও কুপিয়ে আহত করেছেন তিনি। পরে ওই যুবককে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্র এ কথা জানিয়েছে।

রোববার (২০ জুলাই) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার নসরতপুর গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম খালেদা বেগম (৫৫)। তিনি একই গ্রামের বারেক আলীর স্ত্রী। আহত হয়েছেন তাঁদের ছেলে সেলিম হোসেন (৩২)।

নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, নসরতপুর গ্রামের দুই ভাই আবদুল খালেক ও আবদুল বারেক। পারিবারিক জমি নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলে আসছে। শনিবার বারেক আলীর স্ত্রী খালেদা বেগম বিরোধপূর্ণ জমির একটি কলাগাছ কাটেন। এ নিয়ে উত্তেজনা চলছিল। রোববার বেলা একটার দিকে আবদুল খালেকের ছেলে মেহেদী হাসান ধারালো অস্ত্র নিয়ে চাচার বাড়িতে ঢুকে চাচি খালেদা বেগম ও তাঁর ছেলে সেলিম হোসেনকে কুপিয়ে গুরুতর আহত করেন।

আহতদের নাটোর সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক খালেদা বেগমকে মৃত ঘোষণা করেন। সেলিম ওই হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় প্রতিবেশীরা মেহেদীকে আটক করেন। পরে তাঁকে পুলিশে দেওয়া হয়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত মেহেদী হাসানকে থানা হাজতে আটক রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।