
কক্সবাজার জেলার টেকনাফের হোয়াইক্যং ইউপির শামলাপুর সড়কে সিএনজি (অটোরিকশা) চালক পাবেল চাকমা অপহরণের ঘটনার সঙ্গে জড়িত এবং পাহাড়ি ডাকাতদলের ৫ সদস্যকে পাহাড় থেকে পালিয়ে যাওয়ার সময় আটক করেছে পুলিশ।
টেকনাফ মডেল থানার বাহার ছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের থেকে ১টি দেশীয় তৈরি পাইপ গান, ৩টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
আটকরা হলেন- কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা আব্বাস উদ্দিন, সাকিবুল ইসলাম, ফরহাদ মিয়া, মো. রবিউল হোসেন ও মো. তাওসিফ। রোববার (২০ জুলাই) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেনেছি, পাহাড়ে অবস্থানকারি ডাকাত ও অপহরণকারীরা সুযোগ বুঝে পাহাড় থেকে পালিয়ে যাওয়ার জন্য ১৯ জুলাই রাতে বাহারছড়ার লামার বাজার মেরিন ড্রাইভের পুলিশ চেকপোস্ট সংলগ্ন সৈকত কাউন্টারের সামনে অবস্থান করছে।
এ তথ্যর ভিত্তিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা তাদেরকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যে পাহাড়ি এলাকা থেকে ১টি দেশীয় তৈরি পাইপ গান, ৩টি শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
Comments