Image description

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ কুটি ইউনিয়নের রানিয়ারা পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে। এ সময় পালিয়ে গেছেন তিনজন। রোববার ভোর ৬টার দিকে ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত মো. সুমন মিয়া (২৮) কসবা পৌরসভা আড়াইবাড়ী (কলেজপাড়া) এলাকার মো. রাশেদ মিয়ার ছেলে। এ ঘটনায় পলাতক রয়েছে কায়েমপুর ইউনিয়নের রাউৎখলা মধ্যপাড়ার আক্কাছ মিয়া (৪০), বায়েক ইউনিয়নের  চান্দখলা মধ্যপাড়ার মো. মতিন মিয়া (৩৮) ও কুমিল্লার বাঙ্গরা বাজার এলাকার মো. সাইফুল ইসলাম (২৮)।

কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের জানান, ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। কসবা থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে।