
যশোরের অভয়নগরে কুয়েতপ্রবাসী হাসান শেখ হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ। রবিবার (২০ শে জুলাই) সকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ডি.আই.এন.জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে হাসানের খুনের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তব্য রাখেন, মল্লিক সোলায়মান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সরদার হারুন অর রশিদ, নাউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম মুজিবর রহমান, ডি.আই.এন.জি.এস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম ইব্রাহিম হোসেন, সহকারী প্রধান শিক্ষক এস.এম.আনোয়ারুল ইসলাম, নিহতের বড়ভাই এস এম মুন্না হোসেন, সাবেক ইউপি সদস্য শেখ উজ্জল হোসেনসহ তিন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, গত (১৫ জুন) নাউলি গ্রামের গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে কুয়েত প্রবাসী হাসান শেখ(২৭) গলাকেটে হত্যা করে দুর্র্বৃত্তরা।
Comments