রূপগঞ্জে শুটার শামীমের বাড়িতে অভিযান: অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া, কায়েতপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী শামীম ওরফে শুটার শামীমকে ধরতে অভিযান চালিয়েছে পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল। শুক্রবার (১৯ জুলাই ২০২৫) রাত ৯টা ৩০ মিনিটে পরিচালিত এই অভিযানে শামীম পালিয়ে গেলেও তার বাসা থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে শামীমের বাসা থেকে একটি পিস্তল, তিন রাউন্ড তাজা গুলি, ৩০ লক্ষ টাকা সমমূল্যের চেক, ব্যক্তিগত পাসপোর্ট, একটি ট্রেড লাইসেন্স এবং নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে এসব উদ্ধারকৃত আলামত আইনগত ব্যবস্থার জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
প্রসঙ্গত, আইনশৃঙ্খলা রক্ষায় এবং সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড দমনে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জননিরাপত্তা নিশ্চিতকরণে সেনাবাহিনীর এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরিয়েছে।
Comments