
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে কারফিউর সময়সীমা আরও বাড়ানো হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, শনিবার রাত ৮টা থেকে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত এই কারফিউ কার্যকর থাকবে। শনিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলার পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় কারফিউর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। তবে, জরুরি পরিসেবা যেমন অ্যাম্বুলেন্স, বিদ্যুৎ এবং গণমাধ্যম কর্মীরা কারফিউর আওতামুক্ত থাকবেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান জানান, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, আজ শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছিল।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বুধবারের সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি সামাল দিতে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম কারফিউ জারি করা হয়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এবং সর্বশেষ শনিবার রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হলো।
উল্লেখ্য, গত বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভা ভণ্ডুল করতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শত শত নেতাকর্মী হামলা চালায়। পরে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দিনভর চলা এই সংঘর্ষে ৫ জন নিহত হন এবং পুলিশ ও সাংবাদিকসহ শতাধিক মানুষ আহত হন।
এই ঘটনায় সন্ত্রাস দমন ও বিশেষ ক্ষমতা আইনে গোপালগঞ্জ সদর থানা, কাশিয়ানী ও কোটালীপাড়ায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ২৮৩ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Comments