
মাদারীপুরে খালার বিয়েতে এসে পানিতে ডুবে প্রাণ গেল ভাগিনির। শনিবার দুপুরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ‘সৈয়দ নূর’ এলাকার এ ঘটনা ঘটে।
নিহত মীম আক্তার (১০) একই এলাকার লিটন মুন্সির মেয়ে। পরিবারের সাথে মীম রাজধানী ঢাকায় বসবাস করতো।
স্থানীয়রা জানায়, শুক্রবার খালা প্রিয়া আক্তারের বিয়েতে যোগ দিতে পরিবারের সাথে ঢাকা থেকে মামা সাব্বির বেপারীর বাড়িতে আসেন মীম। শনিবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সে। অসাবধানবশত পুকুরের পানিতে তলিয়ে যায় সে। পরিবার ও স্থানীয় লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ভাসমান অবস্থায় মীমকে উদ্ধার করে। পরে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সায়মুন চৌধুরী জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মেয়েটির মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যু খবর পাওয়া গেছে। নিহতের লাশ হাসপাতাল থেকে নিয়ে গেছেন স্বজনরা।
Comments