
ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) এর সাথে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহাব আস সায়দানীর সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
১৮ জুলাই শুক্রবার দুপুর ১২টায় রাষ্ট্রদূত দরবার শরীফে শুভাগমন করেন। তিনি হযরত পীর ছাহেব কেবলার সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, বাংলাদেশ দ্বীনিয়া মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ড. সাইয়্যেদ মুহাঃ শরাফত আলী, ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ রূহুল আমীন আফসারী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারীয়া দ্বীনিয়ার মুদীর মাওলানা মোঃ মাহমুদুম মুনীর হামীম, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর অতিরিক্ত নাজেমে আ’লা মাওলানা মোঃ আলী আকবার, নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি আমিন প্রমূখ।
সৌজন্য সাক্ষাতে সকলে কুশলাদী বিনিময় করেন এবং দরবার শরীফের ইসলামের খেদমতে বিভিন্ন কার্যাবলী ও ইতিহাস সম্পর্কে রাষ্ট্রদূতকে অবগত করানো হয়।
সৌজন্য সাক্ষাত শেষে সকলে মরহুম পীর ছাহেব কেবলাদের মাজার শরীফ জিয়ারাত ও পবিত্র জুময়ার নামাজে অংশগ্রহণ করেন। নামাজ শেষে রাষ্ট্রদূতকে দরবার শরীফের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও মানপত্র উপহার দেওয়া হয়।
এসময় রাষ্ট্রদূত নামাজ শেষে উপস্থিত মুসুল্লিদের সম্মুখে সংক্ষিপ্ত আলোচনা করেন।
তিনি বলেন- আজকে আমি অত্র প্রতিষ্ঠানে আসতে পেরে নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করি। বাংলাদেশের ইসলাম প্রচার ও প্রসারে যাহারা দ্বীন ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করে দিয়েছেন তাদের বিভিন্ন অবদান এখানে না আসলে আমি জানতে পারতাম না। আপনাদের এই আয়োজনে আমি খুবই গর্বিত।
পরিশেষে মীলাদ শরীফ সমাপনান্তে হযরত পীর ছাহেব কেবলা দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।
Comments