Image description

টানা বর্ষণে মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ছাগলছিরা থেকে ফুলতলা বাজার পর্যন্ত যাতায়াতের একমাত্র সড়কটির বেহাল দশা চরমে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকা রাস্তাটি সাম্প্রতিক ভারী বর্ষণে সম্পূর্ণভাবে ভেঙে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে শিক্ষার্থী ও শ্রমজীবীরা মারাত্মক দুর্ভোগের শিকার হচ্ছেন।

সড়কের সবচেয়ে বিপজ্জনক অংশ বড়বাড়ি এলাকার সামনে। টানা বৃষ্টির কারণে এখানে বড় আকারের গর্ত ও ভাঙন সৃষ্টি হয়েছে। স্থানীয় অটোরিকশাচালক মিজানুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। প্রতিনিয়ত ভ্যান ও মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হচ্ছে।”

স্থানীয় বাসিন্দা মেরাজ অভিযোগ করে বলেন, বিশেষ করে গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে রাস্তাটি পুরোপুরি ভেঙে গেছে। এখন গাড়ি তো দূরের কথা, হেঁটে চলাও কঠিন হয়ে পড়েছে। দ্রুত রাস্তাটি সংস্কার এবং একটি কালভার্ট নির্মাণ জরুরি।”

সড়কটি ব্যবহার করা শিক্ষার্থীরাও তাদের দুর্ভোগের কথা জানিয়ে বলে, প্রতিদিন আমরা ভয়ে থাকি— না জানি কখন দুর্ঘটনা ঘটে। স্কুলে যাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত রাস্তা মেরামতের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা।

স্থানীয়রা জানান, ছাগলছিরা থেকে ফুলতলা বাজার পর্যন্ত রাস্তার বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত ও খানা-খন্দ তৈরি হয়েছে। টানা বৃষ্টিতে অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। প্রতিদিন হাজারো পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী এ রাস্তায় জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছে।”

এ বিষয়ে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল হক বলেন, রাস্তাটির বেহাল অবস্থা সম্পর্কে আমরা অবগত রয়েছি। চলতি সপ্তাহের মধ্যেই মেরামতের কার্যক্রম শুরু হবে।