জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক কর্মকর্তাকে মারধরের অভিযোগে রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খানসহ ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে জেলা ভোক্তা অধিদপ্তর কার্যালয় থেকে তাদের আটক করা হয় এবং পরে সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী, পাংশার নারায়ণপুর এলাকার মো. রুহুল আমিন, শেখপাড়ার মো. বাচ্চু বিশ্বাস, রাজবাড়ী শহরের ভবানীপুর এলাকার মামুন শিকদার, মো. ফরিদ হোসেন এবং মো. শিশির করিম।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে ঢুকে সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে আটকদের বিরুদ্ধে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে জানতে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।




Comments