Image description

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় একটি জনগুরুত্বপূর্ণ স্লুইজ গেট ও এর সংলগ্ন একটি বেড়িবাঁধ অর্ধ-ভঙ্গুর অবস্থায় রয়েছে। লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ৪৭/৫ পোল্ডার নম্বরের এই স্লুইজ গেটটি, যা স্থানীয়দের কাছে 'কালামের স্লুইজ গেট' নামে পরিচিত, চলতি বর্ষা মৌসুমে যেকোনো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা অতিরিক্ত জোয়ারের পানিতে সম্পূর্ণ ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। এর ফলে ৮-১০টি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগ এবং ফসলি জমির ক্ষতির আশঙ্কা করছেন।

সরেজমিনে দেখা গেছে, মুক্তিযোদ্ধা বাজার থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে অবস্থিত স্লুইজ গেটটি সম্প্রতি নিম্নচাপ ও অতিরিক্ত জোয়ারের পানিতে প্রায় অর্ধেকের বেশি ভেঙে গেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় এটি পুরোপুরি ভেঙে গেলে আশেপাশের গ্রামগুলো প্লাবিত হতে পারে, যা কৃষি কাজসহ এলাকার খেটে খাওয়া মানুষের ব্যাপক ক্ষতির কারণ হবে।

স্থানীয় বাসিন্দা বদ্দর পহল্লান, ইব্রাহিম প্যাদা, ফরিদ বিশ্বাস ও চম্পা বেগমসহ অনেকেই জানান, স্লুইজ গেটটির অবস্থা অত্যন্ত খারাপ। এটি ভেঙে গেলে যাতায়াত ব্যাহত হবে এবং গ্রামে পানি ঢুকে ব্যাপক ক্ষতিসাধন করবে। তারা দ্রুত বেড়িবাঁধসহ স্লুইজ গেটটি সংস্কারের দাবি জানিয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য মো. মাসুদও স্লুইজ গেটটির নাজুক অবস্থার কথা স্বীকার করে বলেন, এটি ভেঙে গেলে কয়েকটি গ্রামের মানুষ প্লাবিত হতে পারে। তিনি দ্রুত এটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কলাপাড়ার নির্বাহী প্রকৌশলী মো. শাহ্ আলম জানান, বিগত জলোচ্ছ্বাসে চান্দুপাড়া এলাকার ৪৭/৫ নম্বর স্লুইজ গেটটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা অবগত আছেন। তিনি দ্রুত এটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।