Image description

স্বাস্থ্য অধিদপ্তর কতৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক/সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেট প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেডে উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে সকাল ১০টা পর্যন্ত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দুয়া উপজেলা শাখার ব্যানারে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

কেন্দুয়া উপজেলা হেলথ্ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিকের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- স্বাস্থ্য সহকারী শাহাজুল ইসলাম ও আজহারুল ইসলাম।

এসময় বক্তারা বলেন- সারাদেশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ২৬ হাজারেরও বেশি স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শক কাজ করছেন। প্রান্তিক জনগোষ্ঠীর রোগপ্রতিরোধে নিরলসভাবে কাজ করেন তারা। এছাড়াও বিভিন্ন রোগের পরামর্শও দিয়ে থাকেন তারা। এই সেবার সাথে যারা জড়িত তারা টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়ন, ১৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের টিটি/টিভি টিকা দেয়া, গর্ভবতী মা ও শিশুদের সেবা দেয়া প্রসব পূর্ববর্তী ও পরবর্তী সেবা দিয়ে থাকেন।

স্বাস্থ্য সহকারীদের ৬ দফা মধ্যে রয়েছে:
১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান ও ১৪ তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদপ্রাপ্তদের ১১ তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে।
৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত
হলেও সকলেই প্রশিক্ষণ বিহীন স্নাতক পাস স্কেলে আত্তীকরণ করতে হবে।
৫. বেতনস্কেল উন্নতি/পুনঃনির্ধারণের পূর্বে স্বাস্থ্য সহকারী/স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ যতসংখ্যক টাইমস স্কেল (১/২/৩টি)/ উচ্চতর স্কেল (১/২টি) প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।
৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা ( এস আই টি) কোর্স সম্পুর্নকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লোমা সম্পুর্নকারী সমমান হিসেবে গণ্য করতে হবে।

অবস্থান কর্মসূচিতে স্বাস্থ্য সহকারী তারিফুজ্জামান রিপন, রেজাউল হক, তপন চন্দ্র শীল, মতিউর রহমান, মজিবুর রহমান, হোসনে আরা, জান্নাতুল, সামিরা চৌধুরী, সোমা আক্তার, শোভা আক্তার, ফারজানা, সৈয়দা মাহবুবা, রিনা আক্তার, ফাতেমা আক্তার, আছিয়া আক্তার, ফরিদা ইয়াসমিন, মাহবুব আলম, নেভী আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।