ময়মনসিংহের বাস-পিকআপ-সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন। বোরবার সকাল সাড়ে ১১ টার দিকে তারাকান্দায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জেকে হীরা পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় বাসের পিছন থাকা আরও একটি পিকআপ ভ্যান ও ব্যটারিচলিত অটোরিকশার সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মারা যায় দুজন। আহত অবস্থায় হাসপতালে নেয়ার পথে মারা যায় আরও একজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।




Comments