Image description

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ চারজনকে আটক করে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১২টার সময় উপজেলার বিয়াাঘাট এলাকায় চেকপোষ্ট থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করে সেনাবাহিনী।

আটককৃতরা হলেন, গুরুদাসপুর উপজেলার নাজিরপুরের ইউনিয়নের নতুনপাড়া এলাকার আব্দুল  আজিজের ছেলে বিপ্লব হোসেন, সিরাজুল হকের ছেলে আব্দুর রাজ্জাক, মৃত কামাল হোসেনের ছেলে কাওছার আহমেদ, একই ইউনিয়নের দুধগাড়ি এলাকার মোবারক আলীর ছেলে মবিদুল ইসলাম, বিয়াঘাট ইউনিয়নের হরদমা গ্রামের রওশন আলীর ছেলে মনিরুল ইসলাম এবং সিংড়া উপজেলার কালীনগর গ্রামের সালাম আলীর ছেলে সুরুজ আলী।

নাটোর সেনাবাহিনী ক্যাম্প সুত্র জানায়, নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে চেকপোষ্ট স্থাপন করে সেনাবাহিনী। এরই এক পর্যায়ে চারজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে আটককৃতদের কাছ থেকে একটি খেলনা পিস্তল এবং কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি কার্যক্রম চালিয়ে আসছিল। পরে তাদের দেওয়া তথ্যমতে অভিযান পরিচালনা করে আরও দুইজনকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র দেখিয়ে জিম্মি করে ৮টি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল, ৯টি গরু ডাকাতি, চাঁদা না দেওয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ করাসহ সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করার অভিযোগ রয়েছে। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়।