দর্শনা চেকপোস্ট থেকে তানোর উপজেলা যুবলীগ সেক্রেটারি আটক
রাজশাহীর তানোর উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদককে ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গা দর্শনা চেকপোস্টে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ জুন) সকালে দর্শনা চেকপোস্টে তাকে আটক করে পুলিশ। পরে তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে রাজশাহী জেলার তানোর থানার সাদি গ্রামের মৃত আবুল কালামের ছেলে যুবলীগের সাধারণ সম্পাদক মো. যুবায়ের ইসলাম (৫০) দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করেন।
দর্শনা ইমিগ্রেশনের ওসি মো. রমজান আলি জানান, আটককৃত ব্যাক্তির নামে তানোর থানায় একটি নাশকতা মামলা রয়েছে।
গ্রেপ্তার যুবলীগ নেতা যুবায়ের জানান, তিনি ক্যানসারের রোগী। চিকিৎসার জন্য ভারতে যাচ্ছিলেন। ৬ মাস আগেও গিয়েছিলেন। তার বিরুদ্ধে মামলা আছে। তবে তিনি জামিনে আছেন।




Comments