Image description

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরাইল-অরুয়াইল সড়কে দফায় দফায় এই সংঘর্ষ চলে। সংঘর্ষের কারণে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, পাকশিমুল গ্রামে সরাইল-অরুয়াইল সড়কের পাশে একটি নির্দিষ্ট জায়গা নিয়ে শিশু চেয়ারম্যানের গোষ্ঠীর রাজিব এবং সাদুর গোষ্ঠীর নুরুল আমিন-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই বৃহস্পতিবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে অনেকেই সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।