Image description

আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে যশোরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ঈদকে নির্বিঘ্ন করতে পশুর হাট, কোরবানির আয়োজন, চামড়া কেনা-বেচা, ঈদের জামায়াত এবং ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের টহল, গোয়েন্দা নজরদারি ও মোবাইল কোর্টসহ বহুমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) রাতে শহরের পালবাড়ি মোড়ে র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মো. রাসেলের নেতৃত্বে একটি বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেলসহ সন্দেহভাজন বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। র‍্যাবের এমন অভিযানে সাধারণ মানুষের মধ্যে সন্তোষ প্রকাশ পেয়েছে।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মো. রাসেল জানান, ঈদুল আযহা উপলক্ষে মানুষের নির্বিঘ্ন চলাচল ও কেনাকাটা নিশ্চিত করতে আমরা বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। পশুর হাটগুলোতে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা বা চাঁদাবাজি না হয়, সেদিকে আমাদের কঠোর নজরদারি রয়েছে। এছাড়া, ঈদের জামায়াত এবং কোরবানি পরবর্তী চামড়া কেনা-বেচাও যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য আমাদের টহল ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে এবং নিয়মিত টহল চলছে। সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাব সর্বদা প্রস্তুত রয়েছে এবং জননিরাপত্তা বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।

র‍্যাব জানিয়েছে, সিপিসি-৩ এর অধীনে যশোর ও নড়াইল জেলায় নিরাপত্তার জন্য সাদা পোশাকে ও পোশাকে র‍্যাবের একাধিক দল কাজ করছে। ঈদ পরবর্তী আগামী ১৪ জুন পর্যন্ত র‍্যাবের এই বিশেষ অভিযান চলমান থাকবে।