সিলেট-সুনামগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। মঙ্গলবার গভীর রাতে উপজেলার সীমান্তবর্তী ছনবাড়ি থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছাতক উপজেলার ওই সীমান্ত বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধীন। সিলেট বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল নাজমুল হক ভারত থেকে ১৬ জনকে ঠেলে পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, নোয়াকোট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ২ ব্যাটালিয়ন বিএসএফ কুড়িখাল ক্যাম্পের সীমান্ত পিলার ১২৪৬/এমপি দিয়ে ১৬ জনকে পুশইন করে। আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছাতক উপজেলার ছনবাড়ী এলাকা থেকে এদের আটক করা হয়।
আটককৃতরা হলো— কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের আকবর আলীর ছেলে মো. আইয়ুব আলী (৪২), তার স্ত্রী মোছা. হাসিনা বেগম (৩০) ছেলে মো. হাসান আলী (১১)। কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম থানার বুকডাঙ্গা পাটেশ্বরী বাজার গ্রামের মো. আবেদ আলীর ছেলে মো. জাহিদ হাসান (৩০), তার স্ত্রী মোছাৎ রোপা আক্তার (২৩)।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার মধ্যে কাশিপুর গ্রামের মৃত আমজাদ’র স্ত্রী হাসিনা খাতুন (৩৫), ছেলে মো. হাসানুর (২২), মো. মিজানুর (১৬) ও মকুল (০৮)। কুড়িগ্রাম থানার বুদার বান্নী গ্রামের ফোকা মিয়ার ছেলে মো. আতাউর (২৫), তার স্ত্রী মোছাঃ জান্নাতি (২২), ছেলে মো. জাহিদ (০৫), মেয়ে আতিকা (০১)।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার বড় বিটা গ্রামের মো. নবী উল্লা হকের ছেলে মোঃ শহিদুল ইসলাম (৩০), তার স্ত্রী মোছাৎ নুন নাহার (২৪) ও
আড়াই বছরের মেয়ে শরীফা।
এ ব্যাপারে ছাতক থানার ওসি মোহাম্মদ মোখলেছুর রহমান আখন্দ বলেন, বিএসএফ’ পুশইন করা ১৬ জনকে বিকাল ৪টায় থানায় হস্তান্তর করেছে।




Comments