শুধু স্বাদে নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ দেশের অন্যতম সুস্বাদু ও রসালো ফল দিনাজপুরের লিচু এখন ধীরে ধীরে বাজারে আসতে শুরু করেছে। দিনাজপুর জেলার বিভিন্ন বাগান থেকে যে লিচু সংগ্রহ করা হয়, তা স্বাদ ও ঘ্রাণে অতুলনীয় হওয়ায় সারা দেশেই এর ব্যাপক চাহিদা রয়েছে।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় লিচুর ফলন বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষক ও বাগান মালিকরা। ইতোমধ্যে বেদানা ও চায়না-৩, বোম্বাই জাতের লিচু বাজারে আসতে শুরু করেছে।
ঘোড়াঘাট উপজেলা ফল চাষিরা জানায়, গতবছরের তুলনায় এবছর ফল ভালো হয়েছে। লিচু বেচাকেনা শুরু হওয়ায় ব্যস্ততা বেড়েছে স্থানীয় বাগান ও হাটবাজারে। খুচরা ও পাইকার ব্যবসায়ীরা ইতোমধ্যে বিভিন্ন বাগানে ভিড় জমাতে শুরু করেছেন। কৃষকরা আশাবাদী, ন্যায্য দাম পেলে এবারের মৌসুম তাদের মুখে হাসি ফোটাবে।
স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, এই ফলন কৃষকদের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে সাহায্য করবে এবং দেশের ফল রপ্তানিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।




Comments