Image description

গাজীপুর মহানগরীর পূবাইল থানার মেঘডুবি এলাকায় কাভার্ড ভ্যান চাপায় বায়জিদ (১৮) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।বুধবার (২১ মে) গাজীপুর-মদনপুর (ঢাকা সিটি বাইপাস) মহাসড়কের মেঘডুবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালক বায়জিদ বোস্তামী কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানা মোলামকাঠচর এলাকার নাজির উদ্দিনের ছেলে। সে কুদাব বাগিচা এলাকায় তার বাবা মায়ের সাথে ভাড়া বাসায় থাকত।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে অটোচালক স্থানীয় পাইকারি বাজার থেকে কাঁচামালের এর ট্রিপ নিয়ে কলের বাজার যাওয়ার সময় মেঘডুবি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে অটোচালকসহ গাড়িটি চাপা দিলে ঘটনাস্থলেই অটোচালক এর মৃত্যু হয়।এ সময় অটোরিকশায় কোনো যাত্রী ছিলো না। 

পরবর্তীতে ক্রেন এনে কাভার্ড ভ্যানটি সড়িয়ে এর  নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় গাজীপুর-মদনপুর মহাসড়কে কিছু সময় যানচলাচল বন্ধ থাকে। দুর্ঘটনার পরেই কাভার্ড ভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে যায়। 

পূবাইল থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম জানান, মেঘডুবি এলাকায় কাভার্ড ভ্যানের নিচে চাপা পরে অটোরিকশার চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।