Image description

ফরিদপুরের মধুখালীতে চলতি বছর পেঁয়াজের বীজ উৎপাদনে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এ বছর উপজেলায় পেঁয়াজ বীজের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৮ মেট্রিক টন, যা বর্তমান বাজার মূল্যে প্রায় ২৫ কোটি টাকার ঊর্ধ্বে। কৃষকেরা বলছেন, গত মৌসুমের মতো এবারও যদি ন্যায্যমূল্য পান তাহলে রেকর্ড পরিমাণ টাকার বীজ বিক্রি করতে পারবেন। এতে হাসি ফুটবে ‘কালো সোনা’খ্যাত পেঁয়াজ বীজ চাষিদের মুখে।

মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামের মাঠের পেঁয়াজ বীজ চাষি মো. মিরাজ হোসেন বলেন, এলাকার অনেকে এখন বীজের চাষে আগ্রহী। ভালো দাম পাওয়ায় আমরা এ বীজ চাষ করছি।

নওপাড়া ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের চাষি মিলন বলেন, গত বছর আমার এক একর জমিতে পেঁয়াজ বীজ চাষ করেছিলাম। নিজে লাগানোর জন্য রেখে বাকি বিক্রি করে দিয়েছি।  তিনি বলেন, এবার  ভালো উৎপাদন হয়েছে। আশা করি, আমরা মণ প্রতি যদি এক লাখ টাকাও পাই তবে আমাদের উপকার হবে।

উপজেলা কৃষি অফিসার মো. মাহাবুব ইলাহী জানান, পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চায় দেশ। তাই বাড়ানো হয়েছে আবাদের লক্ষ্যমাত্রা। এ বছর পেঁয়াজের কদম বীজ আবাদের লক্ষ্যমাত্রা ছিল ১৬৫ হেক্টর। অর্জন হয়েছে ১৭০ হেক্টর পরিমাণ। বীজ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৮ মেট্রিক টন। ফলনেও হয়েছে বাম্পার ।