নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ছাত্র-জনতা মৈত্রী সমাবেশের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে মঞ্চ ভাঙচুর করে দুর্বৃত্তরা। বিকেল তিনটায় এই মঞ্চে সমাবেশ হওয়ার কথা ছিল। পরে চারটার দিকে কেন্দ্রীয় সমন্বয়করা পৌঁছালে সমাবেশ শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে বারোটায় দিকে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে নাটোরের ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারীদের মতবিনিময় সভায় ছাত্রদের দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে। সেই সভা চলা অবস্থায় দুপুর ২টার দিকে দুর্বৃত্তরা কলেজ মাঠের সমাবেশের মঞ্চ ভাঙচুর করে।
আয়োজকদের দাবি, অনিমা চৌধুরী অডিটোরিয়ামে ছাত্রদের যে পক্ষ হট্টগোল বাধায় তারাই সেখান থেকে বের হয়ে এসে সমাবেশের মঞ্চ ভাঙচুর করে।
সদর থানার উপপরিদর্শক মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছতেই দুর্বৃত্তরা চলে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Comments