Image description

সিরাজগঞ্জ জেলার সলঙ্গায় ব্যাটারি চালিত অটোরিক্সা ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের নাইমুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, উল্লাপাড়া উপজেলার বড়দুনগাছা গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী জমিরুন খাতুন (৩৫) ও রাজশাহীর শাহাদত হোসেনের শিশু কন্যা রোকেয়া খাতুন (৫)।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট দুলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, হাটিকুমরুল গোলচত্বর থেকে নাটোরগামী একটি প্রাইভেটকার ও দবিরগঞ্জ থেকে ছেড়ে আসা সলঙ্গাগামী একটি ব্যাটারি চালিত অটোরিক্সা নাইমুড়ী বাজার এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন গুরুতরভাবে আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমনা মেডিকেল হাসপাতালে নেওয়ার পরে সন্ধ্যায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে প্রাইভেটকার রাজশাহীর দিকে যাচ্ছিল। প্রাইভেটকার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গার থানার রামারচর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চার যাত্রী আহত হয়। আহতদের মধ্যে জমিরুন খাতুন ও শিশু রোকেয়া খাতুনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে সন্ধ্যায় তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি থানা হেফাজতে রাখা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

 

মানবকণ্ঠ/এফআই