Image description

নারায়ণগঞ্জের বন্দরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯টি বৈদ্যুতিক খুঁটি মাটিতে আছড়ে পড়ে। এ সময় হেলপার, ট্রাক ও বাস চালকসহ ৫ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। 

সোমবার (২০ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে মহাসড়কের মদনপুরের ইপিলিয়ন কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিদ্যুৎহীন হয়ে পড়ে আশেপাশের এলাকা। 

সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, থানা ও হাইওয়ে পুলিশ একযোগে কাজ করে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত ১২টায় বৈদ্যুতিক খুঁটিগুলো রাস্তা থেকে সরাতে সক্ষম হয়। এ ঘটনায় একটি বাসের ক্ষতি হয়েছে। তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল ট্রাফিক পুলিশ বক্সের পরিদর্শক শরফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, 'মহাসড়কে যানজট সৃষ্টি হয়নি। এক পাশ বন্ধ থাকায় আরেক পাশে কিছুটা চাপ পড়েছে। ধীর গতিতে যান চলাচল করছে।'

প্রত্যক্ষদর্শীরা জানান, গত কয়েক মাস ধরে মদনপুর ইপিলিয়ন কারখানার সামনে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক প্রশস্তকরণের কাজ চলছিল। এ কারণে খুঁটি থেকে মাটি সরে যাওয়ায় খুঁটিগুলো কয়েকদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সোমবার রাতে হঠাৎ করে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের একটি খুঁটিতে ধাক্কা দিলে ১০টি খুঁটি সড়কে পড়ে যায়। এসময় একটি বাসের ওপর খুঁটি পড়ে বাসটি দেবে যায়। 

নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, 'নতুন ব্রিজ নির্মাণ ও রাস্তা প্রশস্তকরণ কাজের জন্য বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি হয়েছে। কিছুদিন আগে বিদ্যুতের নতুন খুঁটি স্থাপন করা হয়েছে। এতে মাটি নরম ছিল, গত শুক্রবার সারাদিন বৃষ্টি হওয়ায় খুঁটির নিচের মাটি সরে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। তবে এ বিষয়ে কারও গাফিলতি আছে কি না তাও তদন্ত করে দেখা হবে।' 

তিনি বলেন, 'বর্তমানে খুঁটিগুলোতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে। ইতোমধ্যে ক্রেন দিয়ে সবগুলো খুঁটি রাস্তা থেকে সরানো হয়েছে।  মহাসড়কের দুপাশ দিয়েই যান চলাচল স্বাভাবিক হয়েছে।'

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন বলেন, 'খুঁটিগুলো মহাসড়কে আছড়ে পড়ার কারণে চট্টগ্রামমুখী লেন বন্ধ রাখা হয়েছে। তবে যানগুলোকে আপাতত চলাচল করার জন্য বিকল্প ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামমুখী যানগুলো কাঁচপুর দিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কয়েক ঘণ্টার মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। এ ঘটনায় কেউ গুরুতর আহত হননি।' 

 

মানবকণ্ঠ/এফআই