Image description

কক্সবাজারে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী নাফ নদীতে স্পিটবোট ডুবির ঘটনায় ২৩ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। এ দুর্ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। নিহত নারী হলেন- টেকনাফ উপজেলার সেন্টমার্টিন ৩ নং ওয়ার্ড ডেইলপাড়া এলাকার আব্বাস আলীর স্ত্রী সাবেক মহিলা মেম্বার ফিরোজা খাতুন(৫৫)।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় ২৪ জন পর্যটক ও স্থানীয় যাত্রী নিয়ে একটি বড় স্পীডবোট টেকনাফ পৌরসভা কায়ুকখালী সার্ভিস ঘাট হতে সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে আসে। হঠাৎ বৃষ্টি এবং ঝড়ো বাতাসের কারণে সাগর উত্তাল থাকায় স্পিটবোটটি শাহপরীর দ্বীপে নাফ নদীতে অপেক্ষা করে, পুনরায় যাত্রা করে সেন্টমার্টিন জেটিঘাট হতে ৩ কিঃমিঃ অদূরে গভীর সমুদ্র গোলগড়া নামক স্থানে পৌঁছালে তলদেশ ছিদ্র হয়ে বোটটি ডুবে যায়। পরবর্তীতে সংবাদ পেয়ে কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন হতে একটি উদ্ধারকারী দল হাই স্পীড বোট যোগে উক্ত স্থানে উদ্ধার অভিযানে গমন করে এবং ঘটনাস্থল হতে ২৩ জন যাত্রীকেই জীবিত উদ্ধার করা হয়। 

তিনি বলেন, উদ্ধার সকলকে প্রাথমিক চিকিৎসা ও খাবার প্রদান করা হয়। এসময় ১ জন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সেন্টমার্টিন স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রেরণ করা হয়। সেন্টমার্টিন স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসারত অবস্থায় ফিরোজা বেগম নামে এক নারী মৃত্যুবরণ করেন। 

মানবকণ্ঠ/এসএ