Image description

কুমিল্লাস্থ নবীনগর উপজেলা কল্যাণ সমিতির জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় কুমিল্লা মহানগরীর বাগিচাগাওস্থ ভাষা সৈনিক মরহুম অ্যাডভোকেট আহম্মেদ আলীর বাসভবনে সমিতির সভাপতি ড. আতিকুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিশাত সালাউদ্দীনের পরিচালনায় বৈঠক অনুষ্ঠিত হয়। 

এ সময় পুরাতন কমিটির সভাপতি সাবেক ব্যাংকার শাহজাহান খন্দকার ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আলী নতুন কমিটির সভাপতি ড. আতিকুল ইসলাম  ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিশাত সালাউদ্দিনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। 

আগামী ৬ অক্টোবর নগরীর শিশু পার্ক সংলগ্ন নজরুল ইনস্টিটিউটে সমিতির পরিচিতি সভা করার সিদ্ধান্ত উপনীত হয়। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা জামিলুর রহমান, মো. আবু ইছা কচি, কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. তারেকুর রহমান জুয়েল, ক্রীড়াবিদ মাহবুবুল আলম চপল, সমিতির নির্বাহী সদস্য সাংবাদিক মো. তরিকুল ইসলাম তরুণ, মো. বাছির খন্দকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।