
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা। সংঘর্ষে দু পক্ষের কয়েকজন আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়ছে। তবে কী কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা নিয়ে স্পষ্ট তথ্য নেই পুলিশের কাছে। পরিস্থিতি শান্ত রয়েছে।
Comments