
রাজধানীর ক্যান্টনমেন্টে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর বলেন, সোমবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন ওই ব্যক্তি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আমরা খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে ওই ব্যক্তির নামপরিচয় জানতে পারিনি। প্রযুক্তির সহায়তায় তার নামপরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নিহতের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদন পেলে ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান এসআই।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
মানবকণ্ঠ/এসএ
Comments