Image description

মুরগি চুরির অভিযোগে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে সালিশেই ছুরিকাঘাতে এক যুবককে খুন করা হয়েছে। তার মরদেহ জোর করে হাসপাতাল থেকে কিশোর গ্যাংয়ের একটি দল ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

কেরাণীগঞ্জের হাসনাবাদ এলাকায় বুধবার রাত সাড়ে নয়টার দিকে ছুরিকাঘাতে নিহত হন ১৯ বছর বয়সী মো. আরিফুল ইসলাম আরিফ।

নিহতের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া থানার মনসুরগঞ্জে। তিনি জুরাইন আলমবাগ এলাকার ঢাকা হোটেলের পাশে একটি ভাড়া বাসায় মা-বাবার সঙ্গে থাকতেন।

আরিফকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু হাসান জানান, বুধবার রাতে মুরগি চুরির বিষয় নিয়ে হাসনাবাদ আওয়ামী লীগ অফিসের সামনে একটি সালিশ বসে। সালিশে তার এক বন্ধু নাজমুলের সঙ্গে কথা কাটাকাটি হয়।

তিনি জানান, এক পর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে আরিফের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বুধবার রাত সোয়া ১১টার দিকে তাকে মৃত বলে জানান।

আরিফের বাবা মো. জয়নাল আবেদিন বলেন, ‘বুধবার রাতে আমার বড় ছেলে আমাকে মোবাইল ফোনে জানায়, আরিফকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেছে। আমি মেডিক্যালে এসে আমার ছেলের মরদেহ দেখতে পাই।’

আরিফকে হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু হাসান জানান, চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করার কিছুক্ষণ পরই ৫০ থেকে ৬০ জনের একদল বখাটে এবং উশৃঙ্খল কিশোর আনসার সদস্যকে ধাক্কা দিয়ে ক‍্যাজুয়েলেটি বিভাগ থেকে আরিফের মরদেহ জোর করে পুলিশ ক্যাম্পের সামনে দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে নিয়ে যায়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, এরা কিশোর গ্যাংয়ের সদস্য। তারা চিপস, চিনাবাদামওয়ালার ভান্ড থেকে চিপস, বাদাম, বুট রাস্তার ওপর ফেলে দেয়, কয়েকজন হকারসহ রিকশাওয়ালাদেরকে মারধর করে। ২০ থেকে ২৫ মিনিট এ তাণ্ডব চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত কেরাণীগঞ্জের যুবকের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে পৌঁছায়নি। তবে আমি ঘুমিয়ে ছিলাম, বিস্তারিত পরে জানা যাবে।’