Image description

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া ৪ শিক্ষার্থীকে মারধর করেছে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্তরা। শনিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের কুয়েটের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। 

আহত শিক্ষার্থীরা হলেন-১৯ ব্যাচের মো. ওবায়দুল্লাহ, মুজাহিদুল ইসলাম, গালিব রাহাত ও মোহন।  

এদিকে, এ ঘটনার প্রতিবাদে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কুয়েট শিক্ষার্থীরা রাতে ক্যাম্পাসে মিছিল বের করে।

আন্দোলনে নেতৃত্ব দেওয়া কুয়েটের শিক্ষার্থী রাহাতুল ইসলাম জানান, শনিবার রাত সোয়া ৮টার দিকে ৪ জন ক্যাম্পাসের বাইরে ফুলবাড়িগেট বাসস্ট্যান্ডে খাবার খেতে যায়। এ সময় ১০-১২ জনের একদল যুবক লাঠি দিয়ে মারধর শুরু করে। দুর্বৃত্তরা ওই ৪ জনকে পিটিয়ে চলে যায়। 

এ ব্যাপারে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন বলেন, ‘ঘটনা শুনে দুর্বৃত্তদের আটক করার চেষ্টা চলছে।’