Image description

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. আম্মান হোসেন। দায়িত্ব পালন করছেন ২০১৯ সাল থেকে। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের পরিচয় প্রকাশ্যে আনেন মো. আম্মান হসেন। দাবি করেন তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্রশিবিরের সভাপতি। আর সেই দায়িত্ব পালন করছেন ২০২২ সাল থেকেই। এর আগেও যুক্ত ছিলেন শিবিরের সঙ্গেই।

একই সঙ্গে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের নেতা আবার শিবিরের সভাপতি কেন এমন প্রশ্নে গণমাধ্যমকে আম্মান বলেন, রাজনৈতিক কৌশলের কারণেই এমন করতে হয়েছে। তাছাড়া ওই সংগঠন সক্রিয় ছিলো না।

ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়ার বিষয়ে আম্মান বলেন, মিছিল করেছি ওই সংগঠনে থাকার কারণে। এছাড়া ঢাকায় সাবেক ঢাকসুর জিএস ও তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঙ্গেও আমার ছবি রয়েছে। এগুলো আমাদের করতে হয়েছে কৌশলের কারণেই। 

কমিটির অন্য সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খুব দ্রুতই সকলে সামনে আসবে এবং কমিটির আত্মপ্রকাশ পাবে।

পারিবারিক ভাবেই শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত বলেও জানান আম্মান। তিনি বলেন, আমার প্রয়াত চাচা জামায়াতে ইসলামী নরসিংদীর জেলার সেক্রেটারি ছিলেন, ছোট চাচা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি ছিলেন। এখন আমিও করছি।

মো. আম্মান হোসেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পাবনার সাথিয়ায়।