Image description

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলারয়ক্ষতিগ্রস্ত জনগণের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান বিজিএমইএ।

শনিবার (১৯ জুলাই) সকাল থেকে ফেনীর ফুলগাজীর  উপজেলার উত্তর শ্রীপুর ও পরশুরাম উপজেলার  শালধর ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত চার শতাধিক অসহায় জনগণের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বিজিএমইএ এর পরিচালক মজুমদার আরিফুর রহমান ও সিনিয়র পরিচালক রশিদ আহমেদ হোসাইনীসহ সংগঠনের নেতৃবৃন্দ।