ধনবাড়ীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলায় নারী-শিশুসহ আহত ১০
টাঙ্গাইলের ধনবাড়ীর নল্যা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে এলাকাবাসীর উপর হামলা চালিয়ে নারী ও শিশু সহ দশ জন কে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ ওঠেছে ধনবাড়ী উপজেলা শ্রমিক দলের সভাপতি ও তার ছেলে রাব্বি’র বিরুদ্ধে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের আশঙ্কা করছে এলাকাবাসী।
স্থানীয় প্রত্যেক্ষদোষীরা জানান, পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে নল্যা এলাকায় বিবাহিত বনাম অবিবাহিত দের একটি ফুটবল খেলার আয়োজন করে এলাকাবাসী। এ খেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধনবাড়ী উপজেলা শ্রমিক দলের সভাপতি দুদু ড্রাইভার ও তার ছেলে রাব্বি হামলা চালিয়ে খেলা অনুষ্ঠানের ব্যানার ছেড়া সহ এলাকাবাসীর উপর কয়েক দফায় হামলা চালিয়ে নারী শিশু সহ দশ জনকে আহত করেছে। এসময় তাদের কে বাঁধা দিলে দুদু ড্রাইভার শ্রমিক দলের প্রভাব খাটিয়ে এ হমলার নির্দেশ দেন তার ছেলে সহ তার বাহামভূক্ত লোকজনদের বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর।
আহত তামিম (২৪) ও শামীম (১০) এরা জানান, খেলা শুরু হওয়ার আগ মূহুর্তে শ্রমিক দলের নেতা দুদু ড্রাইভার ও তার ছেলে খেলা বন্ধ করার হুমকি দিয়ে ব্যানার ছিড়ে ফেলে। এতে উপস্থিত স্থানীয় এলাকাবাসী তাদের কে বাঁধা নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে শ্রমিক দলের প্রভাব দেখিয়ে ধাক্কাধাক্কি শুরু করে হামলা চালায়। পরের দিন আমরা দুই জন ধনবাড়ী বাজারে যাওয়ার পথে গতিরোধ করে আমাদের কে মোটরসাইকেলের চেইন ও স্টিলের পাইপ এবং লোহার রড় দিয়ে পিটাতে শুরু করেন। এ খবরে স্থানীয় শিহাব আলী (৪২), রওশআরা (৪৬), মাফিজুল ইসলাম (৩৭), কনা আক্তার (২৬), সুজন, রহুল, জমিলা বেগম ও সুফিয়াসহ আরো অনেকে এগিয়ে আসলে তাদের কেও এলোপাথারি মারপিট শুরু করে দেয় রাব্বি ও তার বাবা দুদু ড্রাইভার। আমাদের লোকজন কে মসজিদে নামায আদায়ে নিষেধ করে মারপিটের হুমকি দেন। সেই সাথে পরে বিকেলে দুদু ড্রাইভার কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে সংবাদপত্র এজেন্ট ও বিএনপি নেতা সোহেল রানার বাড়ীতে হামলা চালায়। এসময় সোহেল কে বাড়ীতে না পেয়ে হুমকি দিয়ে আসে। এঘটনায় আমরা এলাকাবাসী শ্রমিক দলের নেতা আওয়ামী লীগের দোষর দুদু ড্রাইভারের বহিষ্কার সহ দ্রুত আসামী গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক দাস্তির দাবী করছি।
স্থানীয় এলাকাবাসী রফিকুল ইসলাম, সোহরাব আলী, কনা আক্তার, দিপা, জামেলা ও তাহমিনা সহ সকলেই শ্রমিক দলের সভাপতি দুদু ড্রাইভারের বহিষ্কারের দাবী করে অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবী করেন। বর্তমানেও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংর্ঘষের ঘটনা ঘটতে পারে।
আহত নারী রওশনআরা কান্নাজড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, শ্রমিকদলের নেতা দুদু ড্রাইভার ও তার ছেলে রাব্বি আমার সারা শরীর ও তল পেলে এলোপাথারি মারপিট করায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। আমি হাসপাতালের বেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছি। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি’র দাবী করছি।
এঘটনায় ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, ধনবাড়ী পৌর বিএনপি’র সভাপতি এস এম ছোবাহান, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর, স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম শহর মাষ্টার সহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে শ্রমিক দলের সভাপতি দুদু ড্রাইভার তার ছেলে রাব্বি ও ইদ্রিসের ছেলে তুহিন সহ সকল হামলাকারীদের সাংগঠনিক ভাবে ও আইনগত ভাবে আহত স্থানীয় এলাকাসীর পক্ষে সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়ে এঘটনার উত্তেজনা পরিস্থিতি শান্ত করেন। এসময় এলাকাবাসী শ্রমিক দলের সভাপতি দুদু ড্রাইভারের বহিষ্কারের দাবীতে শ্লোগান দিতে থাকে।
এবিষয়ে মফিজুল বাদী হয়ে গত বুধবার (১১জুন) ধনবাড়ী থানায় ১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা একটি মামলা দায়ের করেন।
এব্যাপারে অভিযুক্ত ধনবাড়ী উপজেলা শ্রমিক দলের সভাপতি দুদু ড্রাইভারের কাছে জানতে চাইলে তিনি সকল ঘটনা অস্বীকার করে জানান, আমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। আমার ছেলে রাব্বি কেও তারা মারপিট করেছে এঘটনায় থানায় মামলা করেছি।
ধনবাড়ী থানার ওসি এস এম শহিদুল্লাহ জানান, এ ঘটনায় আহত মফিজুল ইসলাম একটি মামলা দায়ের করেছেন। দ্রুত তদন্ত সাপেক্ষে আসামী গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।




Comments