দাকোপে সুন্দরবনের বনদস্যু আসাবুর বাহিনী প্রধানসহ গ্রেপ্তার ২
খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ঠাকুর বাড়ি খেয়াঘাট এলাকা থেকে সুন্দরবনের বনদস্যু আছাবুর বাহিনী প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী আলমগীর মীর (২৮) নামে দুই বনদস্যুকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশি বন্দুক, ৪ রাউন্ড গুলি উদ্ধার করে কোস্ট গার্ড । মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা) খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ি ঘাট-সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে মোস্ট ওয়ান্টেড এবং দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী মো. আলমগীর মীরকে (২৮) দুটি একনলা বন্দুক ও চার রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। আসাবুর দীর্ঘদিন যাবৎ সুন্দরবন-সংলগ্ন এলাকা থেকে জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে জানা যায়। জব্দকৃত অস্ত্র ও গ্রেপ্তারকৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে দাকোপ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, কোষ্টগার্ড বাদী হয়ে বনদস্যুদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আগামীকাল বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।
মানবকণ্ঠ/এসআর
Comments