Image description

ডিবি কার্যালয়ে এসেছেন আলোচিত অভিনেত্রী তানজিন তিশা। সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ডিবি কার্যালয়ে পোঁছান তিনি। সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন ডিবির একজন কর্মকর্তা। তিনি বলেন, অভিনেত্রী তানজিন তিশা ডিবিতে এসেছেন। তার ব্যক্তিগত সমস্যা সম্পর্কে ডিবি কর্মকর্তাদের অবহিত এবং পরামর্শ নিতে এসেছেন বলে জানা গেছে।

গত বুধবার মধ্যরাতে ঘুমের ওষুধ সেবন করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তিশাকে। অভিনেত্রীর হাসপাতালে ভর্তি হওয়া কেন্দ্র করে শুরু হয় নানান আলোচনা। পরে সেখান থেকে রাজধানীর পান্থপথের বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয় তিশাকে।

তিশার হাসপাতালে ভর্তির ইস্যু নিয়ে সংবাদমাধ্যমে ‘আত্মহত্যার চেষ্টা’ উল্লেখ করে খবর প্রকাশ হয়। কারণ হিসেবে বলা হয়, ছোটপর্দার অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কে জটিলতার বিষয়।

বৃহস্পতিবার বিকালে সুস্থ হয়ে হাসপাতালে থেকে বাসায় ফেরেন অভিনেত্রী। তবে হাসপাতালে ভর্তির বিষয়ে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে সাংবাদিকদের উড়িয়ে দেওয়ার হুমকি দেন তিনি। একই সঙ্গে নিজের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করে ‘দেখে নেবেন’ বলেও জানান অভিনেত্রী তিশা।

তিনি বলেন, সাংবাদিকরা প্রশ্ন করলেই উত্তর দিতে বাধ্য নই আমি। ফারহান ইস্যুতে আমাকে প্রশ্ন করলে আর ছাড় দেওয়া হবে না। তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে― এটি আমি প্রমিজ করলাম।

এখানেই শেষ নয় সাংবাদিকদের চাকরিচ্যুত করার হুমকি দিয়ে তিনি বলেন, নিউজ তো অনেক পরের কথা, আমি তো তখন উড়ায় ফেলব! বাট, এখানে মুখ দিয়েও কেউ যদি বলে বা আমি শুনতে পাই কারও নাম, তা হলে আমার পাওয়ার খাটিয়ে, এমনকি যতবড় পাওয়ার খাটানো যায়, সেই পাওয়ার খাটিয়ে আমি যা করার করব। কারণ এটি একজন মেয়ের জন্য খুবই সেনসেটিভ।

মানবকণ্ঠ/এসএ