
তিন ঘণ্টা খেলা বন্ধ থাকার পর শুরু হয়েছে ইংল্যান্ড বনাম বাংলাদেশের প্রস্তুতি ম্যাচটি। বৃষ্টির কারণে বন্ধ ছিল ম্যাচটি। পুনরায় খেলা শুরু হলে ১৩ ওভার করে কমে গেছে ম্যাচের দৈর্ঘ্য। ৩৭ ওভার করে খেলবে দুই দল।
গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ২৬ রানেই লিটন দাস ও নাজমুল হোসেন শান্তকে হারায় তারা।
বিপর্যয় এড়িয়ে দলকে এগিয়ে নেওয়ার গুরুভার কাঁধে তুলে নেন তানজিদ হাসান তামিম। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে সচল রাখেন রানের চাকা।
৪৪ বলে ৪৫ করে তামিম বিদায় নিলেও উইকেটের একপ্রান্তে থিতু হয়ে বসে অর্ধশতকের কোটা পূর্ণ করেন মিরাজ। একপ্রান্ত তিনি আগলে ধরে রাখলেও অপরপ্রান্ত থেকে হতাশ করেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
মুশফিক মাঠ ছাড়েন ৮ রান করে আর রিয়াদ সাজঘরের পথ ধরেন ১৮ রানে। আর তাতেই দেড়শ রানের আগেই পঞ্চম উইকেটের পতন ঘটে বাংলাদেশের।
ম্যাচের ৩১ তম ওভারে বাগড়া বাধায় বৃষ্টি। যে কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত ৩০ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে তুলেছিল ৫ উইকেটের খরচায় ১৫৩ রান।
মানবকণ্ঠ/এসএ
Comments