
বহু নাটকের পর অবশেষে অভিজ্ঞ তামিম ইকবালকে বাদ দিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বিসিবি।
বিসিবির ঘোষিত দলে সুযোগ পাননি অভিজ্ঞ তামিম ইকবাল। অবশ্য তামিম ইকবাল যে বিশ্বকাপ দলে থাকছেন না তা সকাল থেকেই মিরপুরে গুঞ্জন ছিল। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষে তামিম ইকবাল জানান বিশ্বকাপের জন্য শতভাগ ফিট নেন দেশ সেরা এই ওপেনার।
তামিম ইকবাল বিসিবিতে জানান, বিশ্বকাপে সবগুলো ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে অন্তত ৫টি ম্যাচ খেলতে পারবেন। কিন্তু তামিম ইকবালের সেই দাবি মেনে নেননি অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ চান্ডিকা হাথুরুসিংহে। এ নিয়ে আগের তিন রাতে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রাতে মিটিং করে সাকিব ও হাথুরুসিংহে জানান, কোন আনফিট খেলোয়াড়কে বিশ্বকাপ দলে চার না তারা। সেই সাথে তামিম যদি বিশ্বকাপ দলে সুযোগ পান তাহলে অধিনায়কত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন সাকিব!
এরপর থেকে অনেকটা নিশ্চিত হওয়া যায় যে তামিম ইকবালকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করবে বিসিবি। যদিও বিষয়টি সহজে মেনে নিতে পারেননি তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল। যে ঘটনার জেরে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ম্যাচ চলাকালেই জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব ছেড়ে দেয়ার ঘোষণা দেন নাফিস। তবে তামিম ইকবাল না থাকলেও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ফিরেছেন বিশ্বকাপ দলে। একই সাথে বেশ কয়েকজন দরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছেন বাংলাদেশের বিশ্বকাপ দলে। ফলে শক্তিশালী দল নিয়েই আগামীকাল বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশ্য উড়াল দিচ্ছে টাইগাররা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। তার আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিববাহিনী।
বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসজিদ হাসান তামিম, তানজিদ হাসান সাকিব, মাহমুদউল্লাহ রিয়াদ।
মানবকণ্ঠ/এসআরএস
Comments